প্রতিনিধি মিঠামইন : উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নে পপি দিশারী প্রকল্পের অধীনে স্কুল ডিজেস্টার ম্যানেজমেন্ট কমিটি ও স্টুডেন্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। গতকাল গোপদিঘী জিন্নাতুননেছা উচ্চ বিদ্যালয় এর হলরুমে এক মনোরম পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান রতন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধন করেন গোপদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পপি দিশারির উপজেলা ফিল্ড অফিসার মইনউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দিশারী প্রকল্প স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ, বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কাজ করে আসছে। দিশারী প্রকল্প কিশোরগঞ্জ জেলার ৪টি এবং নেত্রকোনা জেলার ৩টি উপজেলায় কাজ চলমান রয়েছে। দিশারী প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটিটেটর সেলিম আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মহিলাসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।