স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ রেলস্টেশনের সিনিয়র স্টেশনমাস্টার মো. খলিলুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার (৩ নভেম্বর) দুপুরে রেলওয়ের সর্বস্তরের কর্মচারীরা কিশোরগঞ্জ রেলস্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
তারা প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঢাকাগামী আন্ত:নগর এগারসিন্দুর ট্রেনটি কিছুক্ষণের জন্য আটক রাখে। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নূরে আলম সিদ্দিকী, আঠারবাড়ি স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান দীপু, এলএস মো. লিটন মিয়া, শ্রমিক নেতা মুরাদ হোসেন, গেইটম্যান রুবেল হোসেন প্রমুখ।
বক্তাগণ মামলা দায়েরের পর ২৪ ঘন্টা অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। যদি দ্রæততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
বিক্ষুব্ধ কর্মচারীরা কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগনালের নিকট ঢাকাগামী আন্ত:নগর এগারসন্দিুর ট্রেেেনর সামনে অবস্থান নিলে গাড়িটি ছেড়ে যেতে বিশ মিনিট বিলম্ব হয়। কর্মসূচিতে ভৈরব-ময়মনসিংহ সেকশনের বিভিন্ন স্টেশনের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ রেলস্টেশনে স্টেশনমাস্টার মো. খলিলুর রহমানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। বর্তমানে তিনি শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।