স্টাফ রির্পোর : প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা কনকর্ডে অল-কিশোর ফাইনালে মহিলাদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন কোকো ইয়োশিজাওয়া। ১৪ বছর বয়সী জাপানি কিশোরী কোকো ইয়োশিজাওয়া তিনটি সেরা রান থেকে ২৭২.৭৫ পয়েন্ট অর্জন করেন। তার আরেক স্বদেশি টোকিও অলিম্পিকে রৌপ্য জেতা লিল এবার ২৫৩.৩৭ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ জিতেছেন। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ব্রাজিলের আকামা, তার পয়েন্ট ২৭২.৭৫।