প্রতিনিধি, অষ্টগ্রাম : হাওর উপজেলা অষ্টগ্রামে স্বপ্নীল গণগ্রন্থাগারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহিদ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
স্বপ্নীল গণগ্রন্থাগারের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীপাড়া গণগ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. উবাইদুল্লাহ, পদক্ষেপের ম্যানেজার সোহেল রানা দিপু ও বিএনপি নেতা বাদল মিয়া। এসময় স্বপ্নীল গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক-পাঠিকাসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।