পাকুন্দিয়া প্রতিনিধি :
বিয়ের দাবিতে ঝিনাইদহ থেকে আসা এক নারী গত দু’দিন ধরে পাকুন্দিয়ায় কথিত প্রমিকের বাড়িতে অনশন করছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার (২৫ নভেম্বর) থেকে এগারসিন্দুর ইউনিয়ানের বাহাদিয়া পূর্বপাড়া মুর্শিদের বাড়িতে প্রেমিক মোজাম্মেল হককে বিয়ের দাবিতে কাজলী আক্তার প্রিয়া (৪০) নামের এই নারী অনশন করছেন। কাজলী আক্তার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কালাবাড়িয়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।
প্রিয়া জানান, মোজাম্মেল হক বিদেশে থাকাবস্থায় ৪ বছর আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালে ১০ নভেম্বর তাদের বিয়ে হয়। এরপর একবার মোজাম্মেলের বাড়িতেও আসেন তিনি।
সম্প্রতি মোজাম্মেলের পরিবার প্রিয়াকে মেনে নেবে না বলে জানায় এবং এরপর থেকে যোগাযোগ বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি। এদিকে গতকাল থেকেই গাঁ ঢাকা দিয়েছে মোজাম্মেলসহ তার পরিবারের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছোবান জানান, গতকাল রাতে ওই নারী বিয়ের দাবিতে মোজাম্মেল এর বাড়িতে এসে অনশন করছে। তাদের পরিবারের কেউ বাড়িতে না থাকায় কোনো সমাধান করতে পারছি না।
এ নিয়ে মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াত হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।