হবিগঞ্জে ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ‘হবিগঞ্জ মুক্ত দিবস’ উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে আলোক প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আরডি হল প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেল ৩টায় ‘৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্রনেতৃবৃন্দ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক নেতা ও বর্তমানে জেলা বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী।
সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এডভোকেট মুরলী ধর দাস, এডভোকেট রনধীর দাস, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, নুরুজ্জামান তরফদার, সাবেক ছাত্রফ্রন্ট নেতা মোশারফ হোসেন খান শান্ত, সাংস্কৃতিক আন্দোলনের সংঘটক শাহ আলম চৌধুরী মিন্টু, সিপিবি নেতা রঞ্জন কুমার রায়, জেলা ছাত্র ইউনিয়ন নেতা ইমদাদ মোহাম্মদ প্রমুখ।
উপস্থিত ছিলেন- ফয়সল আহমেদ, ইউকে প্রবাসী ফারুক আহমেদ, আজমান আহমেদ, ছাত্র ইউনিয়ন নেতা আনাস মোহাম্মদ, নিবেদিতা, মনজিল মিয়া। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও সাহিত্যকর্মী সিদ্দিকী হারুন। শুক্রবার সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধ দুর্জয় হবিগঞ্জ- এ আলোক প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীযূষ চক্রবর্তী, সিদ্দিকী হারুন, রঞ্জন কুমার রায়. ছাত্র ইউনিয়ন নেতা ইমদাদ মোহাম্মদ, আনাস মোহাম্মদ, বীরেন্দ্র মল্লিক, নিবেদিতা রায়, রাজ আরিয়ান রোহিত প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রণীত তিন জোটের রূপরেখা ও ছাত্র সমাজের দশ দফা বাস্তবায়ন করতে হবে। একই সাথে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামও চালিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।