প্রতিনিধি অষ্টগ্রাম : সরকারি নির্দেশনা মোতাবেক সরকারি নির্দেশনা মোতাবেক অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলায় একই সাথে ধান সংগ্রহ বা ক্রয় করা বোরো ধান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান।
এ সময় উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলার চেয়ারম্যান আছিয়া খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, বাঙালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ভূঁইয়া, মিঠামইন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঁইয়া, মোহাম্মদ আক্কাস আলী, সজল সরকার প্রমুখ।
জানা যায়, রবিশস্য, বোরো ধান অষ্টগ্রামের খাদ্য গুদামের বরাদ্দ ৩ হাজার ৯শত ৩৬ মেট্রিক টন, মিঠামইনে ২ হাজার ৮শত ২২ মেট্রিক টন, ইটনা ৪ হাজার ৫শত ৪৫ মেট্রিক টন সহ ১১ হাজার ৩শত ৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। গতকাল থেকে শুরু হওয়া বোরো ধান সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এবার মৌসুমে ধানের মূল্য ধার্য করা হয়েছে প্রতি কেজি ৩২ টাকা, প্রতি মন ১২৮০ টাকা এবং প্রতি টন ৩২,০০০ টাকা দরে ক্রয় করা হবে। ধানের সর্বোচ্চ উষ্ণতা থাকবে ১৪% এবং সর্বনিম্ন।