সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
শিরোমান :
তাড়াইলে চেয়ারম্যানের পুনর্বহালের জোর দাবি জনসাধারণের দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতেবাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স কটিয়াদীতে এনটিআরসিএ ভুয়াসুপারিশপত্র দেখিয়ে ৩ শিক্ষক নিয়োগ আজ ইটনায় বিএনপির বিজয় উৎসব ও জনসভা কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদকবিদের সম্মানে প্রবর্তন করে বুরদা পুরষ্কার ভোটের মাধ্যমে মানিকখালীবাজার পরিচালনা কমিটি নির্বাচিত কিশোরগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়নি নিকলীতে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলেসৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার পঙ্গু হাসপাতালে বিচ্ছিন্ন হাতের কব্জির সফল প্রতিস্থাপন

হাওরে জলাবদ্ধতা: রবিশস্য-বোরো ধান আবাদ নিয়ে আশঙ্কায় কৃষক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধি : বর্ষা বহু আগে শেষ হয়ে গেলেও কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে প্রায় ২৯ হাজার হেক্টর কৃষিজমি থেকে এখনও পানি সরে না যাওয়ায় এলাকার শতাধিক কৃষক বিপাকে পড়েছেন। রবিশস্য ও বোরো চাষ নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশা।

কৃষকরা বলছেন, অক্টোবর মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত হাওর থেকে সাধারণত বর্ষার পানি নেমে যায়। এ সময় শুকিয়ে যাওয়া কৃষিজমিতে কৃষকরা বোরো ধানসহ বিভিন্ন রবিশস্যের আবাদ করেন। কিন্তু এ বছর ডিসেম্বর শুরু হয়ে গেলেও কৃষিজমি থেকে এখনো পানি নামেনি। ফলে রবিশস্য ও বোরো ধান রোপন নিয়ে আশঙ্কায় আছেন এখানকার কৃষক।

স্থানীয় কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা উপজেলার বিশাল হাওরজুড়ে প্রায় ৯৩ হাজার কৃষকের ৮০ হাজার ৮০৪ হেক্টর জমি আছে। এসব জমি থেকে প্রতিবছর প্রায় ৩ লাখ ১৯ হাজার ৭৭৫ টন বোরো ধান উৎপন্ন হয়। কিন্তু এবার বিপুল সংখ্যক জমিতে এখনও পানি থাকায় ধানসহ রবিশস্যের উৎপানে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের কৃষক হাকিম মিয়া বলেন, তাঁর পরিবার বোরো ফসলের ওপর নির্ভরশীল। বর্তমানে হাওরে তার ৫ একর জমি পানিতে ডুবে আছে। পানি না কমলে এ বছর বোরো চাষ করতে পারবেন কিনা, তা নিয়ে তিনি শঙ্কিত। আগামী এক সপ্তাহের মধ্যে পানি না নামলে এবার বীজতলা করা সম্ভব না। তাতে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হবে। গত বছর পাঁচ একর জমি থেকে ৪০০ মণ ধান পেয়েছিলেন। এবার কী যে হবে, আল্লাহই জানেন।

একই কথা বললেন কৃষক হেলিম মিয়া ও জমসেদ মিয়া। তাদের দু’জনের ১৬ একর জমি রয়েছে হাওরে। তারাও বোরো জমি চাষাবাদের আশা ছেড়ে দিয়েছেন। অষ্টগ্রাম সদর ইউনিয়নের কোনারবন্ধের কৃষক রোস্তম মিয়া, সবুজ মিয়া ও বাছির মিয়া জানান, তাদের ২১ একর জমি রয়েছে হাওরে। কিন্তু জলাবদ্ধতার কারণে এ বছর এসব জমিতে চাষাবাদ করতে পারবেন কিনা চিন্তিত রয়েছেন।

কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস জানান, তাঁর পাঁচ শতাধিক একর জমি রয়েছে হালালপুর ও ডুবাবিল হাওরে। দ্রæত পানি নামার ব্যবস্থা না করলে কৃষকের সর্বনাশ হয়ে যাবে। অনেক কৃষক এক ফসলের ওপর নির্ভরশীল। তাদের জীবিকার একমাত্র উপায় বোরো ফসল। পাশাপাশি রবিশস্যের ক্ষতি তো আছেই।

কিন্তু কেন এ অবস্থা সে প্রসঙ্গে কৃষকরা বলছেন, হাওর থেকে প্রাকৃতিকভাবে পানি নামার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। প‚র্বদিকে মেঘনা ও পশ্চিমে ঘোড়াউতড়া নদীতে পানি নামার পথে পলি পড়ে হয়ে গেছে ভরাট। যে কারণে স্থানীয়ভাবে প্রতিদিন শত শত কৃষক নিজ উদ্যোগে খননের কাজ করে যাচ্ছেন। কোনো কোনো কৃষক নিরুপায় হয়ে অন্যান্য হাওরে বীজতলার ব্যবস্থা করে রাখছেন।

এ বিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, জলাবদ্ধতা নিয়ে আমরাও এখন চিন্তিত। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাও বিষয়টি অবগত। নদীতে পলি জমার কারণে হাওর থেকে পানি নামছে না। বিএডিসিকে বলা হয়েছে, বিকল্প চ্যানেল খনন করে তারা পানি সরানোর ব্যাবস্থা করছে। এ বছর অষ্টগ্রামে ২৮ হাজার ১৭০ হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ১১ হাজার ১৪৭ টন। রবিশস্য আবাদ হবে ২ হাজার ৬৭১ হেক্টর জমিতে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty