ভ্রাম্যমান প্রতিনিধি, আহসানুল হক জুয়েল :
২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলাস্থ বাজিতপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গের আর্থিক অনুদানে প্রতিষ্ঠা লাভ করে অলাভজনক সেবামূলক এ সমিতি। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আস্থার প্রতিষ্ঠান হয়ে ওঠেছে বাজিতপুর ডায়াবেটিক সমিতি। বাজিতপুর পৌরশহরের ১নং ওয়ার্ডে সাব-রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন এ সমিতির অবস্থান।
সরেজমিনে দেখা গেছে, বাজিতপুর ডায়াবেটিক সমিতিতে প্রতি শুক্রবার বাজিতপুর উপজেলাসহ আশেপাশের কয়েকটি উপজেলার বিপুলসংখ্যক ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত রোগী সেবা নেন। তাদের একটি বড় অংশ আসেন নিয়মিত চিকিৎসায়। এছাড়া প্রতি সপ্তাহেই বাড়ছে নতুন রোগী। এদের অনেকেই আর্থিক অস্বচ্ছল। এখানে সামান্য মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা পান তারা।
বাজিতপুর ডায়াবেটিক সমিতিতে চিকিৎসাসেবা দিতে প্রতি সপ্তাহে ঢাকা থেকে আসেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. খলিলুর রহমান। টেকনিশিয়ান হিসেবে থাকেন বারডেমের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল বারেক। সার্বিক তত্ত¡বধানে থাকেন এ সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন সৃজন। এছাড়া বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী রোগীদের সেবায় দায়িত্ব পালন করেন।
জান যায়, ডা. খলিলুর রহমান তার উত্তম ব্যবহার, হাতের যশ, রোগ নির্ণয়, তার সঠিক চিকিৎসা প্রয়োগ ক্রমেই রোগীদের আস্থার জায়গায় পরিণত হয়েছেন। তার আচরণেই রোগী অনেকাংশে সুস্থ হয়ে যায়, এমন মন্তব্য তার কাছে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাদের সাথে আসা স্বজনদের। তার কাছে চিকিৎসা গ্রহণ করা একাধিক রোগীর সাথে কথা বলে জানা গেছে, ডা. খলিলুর রহমানের মধ্যে নেই কোনো অহমিকা বা অহংবোধ। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে রোগের বর্ণনা শোনেন এবং পরামর্শ দেন।
৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক ডা. খলিলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, মাতা-মনোয়ারা বেগম। তিনি রাজধানীর এ কে হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এÐ কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এরপর তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বারডেম থেকে সিসিডি সম্পন্ন করেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউতে) কার্ডিওলজি বিভাগে ডি-কার্ড (কোর্স) করছেন।