প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) তরীকুল হাসান শাহীন : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন মঠখোলার হাজী জাফরের ডিগ্রী কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন শওকত ওসমান সরকার।
গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই শিকদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
শওকত ওসমান সরকার মঠখোলার চরদেওকান্দী গ্রামের শামসুল হক সরকারের পুত্র এবং এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান সরকারের ছোট ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি একজন শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী এবং একজন সমাজসেবক।