স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলা ও অগ্নিদগ্ধ হয়ে দুইজনের প্রাণহানির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা সানাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল গত বুধবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে তাকে জেলা শহরের নগুয়া এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. আশরাফুল কবির প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট বিকালে শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা হয়।
ওইসময় আত্মরক্ষার্থে মিছিল থেকে কিছুসংখ্যক লোক দৌড়ে এসে পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাড়িতে এসে আশ্রয় নেয়। হামলাকারীরা পিছু ধাওয়া করে তাদের হাতে থাকা পেট্রোল দিয়ে উক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে ওই বাড়িতে অবস্থানরত জুলফিকার হোসাইন(৩৮) ও অঞ্জনা (২৮) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে মো. মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সানাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।