স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক সংগ্রাম’র নিজস্ব প্রতিনিধি, দৈনিক আমার কাগজ পত্রিকার সংবাদদাতা এবং দৈনিক নয়া দিগন্তের সাবেক সংবাদদাতা মো. আহসানুল হক জুয়েলের পিতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. হামিদুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী গত ৯ জানুয়ারি পালিত হয়েছে। পরিবারের সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত, অশেষ রহমত ও নাজাতের জন্য মহান আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থনা ও দেশবাসীর দোয়া কামনা করেছেন। আল্লাহ তার বান্দার ভালো কাজগুলো কবুল করুন এবং চিরশান্তির জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় আসীন করুন। আমীন।