হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের স্থলাভিষিক্ত হলেন। গতকাল সোমবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এক অনুষ্ঠানে তাঁকে বরণ করে নেওয়া হয়।
একই সঙ্গে অনিন্দ্য মন্ডলকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। গত ১৩ নভেম্বর এক পরিপত্রের আদেশে কাজী নাহিদ ইভাকে পদায়ন করে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিপত্র জারি করা হয়। অপর দিকে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলকে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।