স্টাফ রিপোর্টার : হোসেনপুরে অবৈধভাবে সহায়-সম্পদ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম ছাব্বির। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলার স্থানীয় একটি পত্রিকা অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ভ‚মিদস্যু রফিকুল ইসলামের দখলবাজী আর নানামুখী হয়রানিতে তার পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছে।
তিনি বলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত শামছুদ্দিন আহম্মেদের পুত্র মামলাবাজ মোঃ রফিকুল ইসলামের সাথে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ চলাকালীন সময়ে বেশ কয়েকবার আমাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করেও ব্যথর্ হয়ে একই এলাকার আব্দুল বারিক হত্যা মামলায় ষড়যন্ত্রম‚লকভাবে আমিসহ আমার বড় ভাই আসাদ মিয়া, ছোট ভাইয়ের বউ হোসনা আরাকে মামলায় জড়িয়ে দেন। দায়েরকৃত মিথ্যা হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে আমরা জেলহাজতে চলে যাওয়ার সুযোগে রফিকুল ইসলাম জমির একতরফা ডিগ্রীর বলে জমি দখলে নিয়া যান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হেলাল উদ্দিন ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।