স্টাফ রিপোর্টার : হোসেনপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সকালে হোসেনপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদুল্লাহ, সাবেক প্রচার সম্পাদক শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ডা : সৈয়দা জাকিয়া নূর লিপি ও উপজেলা আওয়ামী লীগ।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।