স্টাফ রিপোর্টার : হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ এম এ হালিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হাসান জিকো, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিরা পারভীন জেনি, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
পরে ঢাকা থেকে আগত শিল্পী দীপা, রেমি রেজিয়া এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।