স্টাফ রিপোর্টার ঃ হোসেনপুরে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ৮ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার টানসিদলা গ্রামের রমজান আলীর ছেলে মোস্তফা কামাল, বিলচাতল গ্রামের নবী হোসেনের ছেলে হাসিম উদ্দিন ও দুলাল মিয়া, হাজীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম সোহেল, মধ্য গোবিন্দপুর গ্রামের ইসরাইলের ছেলে মো.আরিফুল ইসলাম ও সুবেদ আলীর ছেলে মো. ইব্রাহীম, গনমানপুরুয়া গ্রামের কিতার আলীর ছেলে মো. আলতাব, বিলচাতল গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রোকশানা। জানা যায়- গত বুধবার রাতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিনের নেতৃত্বে হোসেনপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন মামলায় দীর্ঘদিন পলাতক ছিলো। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।