স্টাফ রিপোর্টার ঃ হোসেনপুরে একটি ওয়ার্কশপে আগুন লেগে সাতটি মোটরসাইকেল সহ দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ওই ওয়ার্কশপ মালিকের। গতকাল ভোরের দিকে উপজেলার দ্বীপেশ্বর গোল চত্বরে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরের দিকে ওয়েল্ডিংয়ের দোকানে আগুন লেগে যায়। দোকানে পেট্রোল ও ডিজেল থাকায় মুহূর্তেই ভিতরে থাকা মোটরসাইকেল ও যন্ত্রপাতিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোতে থাকা মোটরসাইকেল সহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়ার্কশপের মালিক সাদেক জানান- বিভিন্ন জনের রাখা সাতটি মোটরসাইকেল এবং মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হোসেনপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।