স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে শ্রী শ্রী কালী পূজা-২০২৪ উদযাপনের জন্য প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামীম রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেরুন্নেছা,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব (জগাই), পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বনিক তাপস, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি কালি প্রসাদ দাস, শ্রী শ্রী গোপাল জিউড় মন্দিরের সভাপতি বিনয় চন্দ্র দাস প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা-মন্দিরে সভাপতি-সম্পাদক, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।