প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) উজ্জ্বল কুমার সরকার : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন্স বেনিফিট কার্যক্রমের আওতায় উপকারভোগী বাছাই নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ সংক্রান্ত পরিপত্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: উজ্জ্বল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:
এহছানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আনঞ্জুমান ইসলাম, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খুর্শিদ উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান ভূইয়া রিপন, মো: নজরুল ইসলাম ও মাহফুজা খাতুন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।