স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ওকন্দ্রীয় কমিটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, শ্রমিক অধিকার পরিষদের ওকন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান খান, কিশোরগঞ্জ ওজলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আকন্দ ওমাহাম্মদ উজ্জ্বল সোহেল হায়দার, শফিকুল ইসলাম,
হযরত আলী অভী, হোসেনপুর উপজেলার আহবায়ক গণ অধিকার পরিষদের ইমরান হাসান, সদস্য সচিব হুমায়ুন কবির, আলমগীর কাজল মিয়া, ছাত্র অধিকার পরিষদের রিপন রাজ, পিয়ান্ত, সালমান,আশিক, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সুমন, রমজান পিয়াস খান, নাঈম প্রমূখ।
আবু হানিফ বলেন, ৩০০ আসনেই নির্বাচন করবে গণ অধিকার পরিষদ। এদেশের সংস্কার তরুণরা করবে। কেন্দ্রীয় কমিটির ইমরান খান বলেন, আগামীতে শ্রমবান্ধব রাষ্ট্র গঠন করতে চাই। আমরা জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই এবং আগামীতে
ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলায় নির্বাচন করবে গণ অধিকার পরিষদের নেতারা। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেছেন তারুণ্যর শক্তি গণ অধিকার পরিষদের সাথে।