প্রতিনিধি, হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে গীতা স্কুলের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোগ নিবেদন ও ভোগ আরতি, মহা প্রসাদ বিতরণ, গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পরে ২০০ কন্ঠে পবিত্র শ্রীমদ্ভাগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়।গতকাল সকালে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটি।
গীতা স্কুলের পরিচালক রাজীব সাহার সঞ্চাচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সভাপতি নরেশ চন্দ্র মোদক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক, কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মোদক ও সহকারী পুলিশ সুপার সাগর সরকার প্রমুখ।
এ সময় গীতা স্কুলের পরিচালক তপন মোদক ও সৌরভ মোদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,গত বছর শ্রী শ্রী কূলেশ্বরী বাড়ি দেবালয়ের নিজস্ব অর্থায়নে সনাতন ধর্মীয় শিক্ষাথীদের মাঝে ধর্মীয় জ্ঞানের আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় এ গীতা স্কুল। ধর্মীয় শিক্ষায় পিছিয়ে থাকা উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে মন্দির ভিত্তিক এমন শিক্ষা কার্যক্রমে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে এ স্কুলটি।