হোসেনপুর প্রতিনিধি, মোহাম্মদ জাকির হোসেন :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে হোসেনপুরে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হক। তিনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে; স্বপ্নের সাথে সামঞ্জস্য রেখে তরুণদের জাতীয় লক্ষ্য অর্জনের সম্পৃক্ত হওয়ার আহŸান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, এর মাধ্যমে গ্রাম, শহর, পুরো জাতি সুবিধাপ্রাপ্ত সকল শ্রেণির তরুণ-যুবদের মাঝে সামাজিক, অর্থনৈতিক পরিবেশগত মূল্যবোধ রক্ষায় এই পৃথিবী এবং তার সন্তানদের রক্ষা করতে তরুণদের যে সুপ্ত ও অজানা সম্ভাবনা আছে সে সম্পর্কে সচেতন করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে বিপিএল ২০২৫ এর কথা স্মরণ করিয়ে দেন। এ উৎসব বিগত বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ বছরের ১৯ ফেব্রæয়ারী পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দফতরের প্রধান ও সাংবাদিকদের অংশগ্রহণে এ সময় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে ও বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল।