প্রতিনিধি, হোসেনপুর : হোসেনপুর পৌর এলাকার পশ্চিম দ্বীপশ্বর এলাকার ৮নং ওয়ার্ডের জনবসতিপূর্ণ এলাকায় ফয়জুল ইসলামের ৩ তলা ফ্লাট বাসার নিচ তলার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ মিয়ার বাসার তালা কেটে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে এগারো টার মধ্যে ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন (এক ভরি ওজনের), নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা ও ২০ বিশ হাজার টাকার কাপড়-চোপড় নিয়ে যায়।
জমজম ট্রেডার্সের মালিক মোহাম্মদ সোহাগ মিয়ার স্ত্রী গৃহিনী লিপি আক্তার জানান, তিনি সকালে বাসায় তালা দিয়ে বাজার যান, বাজার থেকে এসে দেখেন ঘরের তালা কাটা ও দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকে তিনি ঘরের জিনিস পত্র তছনছ দেখতে পান। পরে তিনি স্বামীকে অবগত করেন।
হোসেনপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে থানায় জিডি করতে পরামর্শ দেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমনকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।