স্টাফ রিপোর্টার : হোসেনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৩৮তম ব্যাচের কর্মকর্তা ফরিদ-আল সোহান। নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
গতকাল তিনি নতুন কর্মস্থল হিসেবে হোসেনপুর উপজেলায় যোগদান করেন। হোসেনপুর উপজেলায় যোগদানের আগে ফরিদ-আল সোহান লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
২০২১ সালে ৩৮তম বিসিএসের মাধ্যমে ফরিদ-আল সোহান সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম যোগদান করেন। হোসেনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।