প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকাশ্যে একটি ইসলামি স্থাপনা ভাঙচুরের ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তির দাবিতে ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তি হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতাল মোড়ে নবর্নিমিত কালিমা শাহাদাত নামক ইসলামি স্থাপনায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মুখে কালো কালি মেখে হেলমেট পরিহিত অজ্ঞাত এক যুবক চাইনিজ কুড়াল দিয়ে এ ইসলামি স্থাপনা ভাঙচুর করার চেস্টা করে। কিছুক্ষণ পর সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসামীকে শনাক্ত করে তার গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।
এদিকে, এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ মারুফ হোসেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
হোসেনপৃুর থানার ওসি মারুফ মিয়া জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুষ্কৃতিকারীকে শনাক্ত করে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।