স্টাফ রিপোর্টার ঃ হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি নাশিতা-তুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমাজসেবা অফিসার মো: এহছানুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ। প্রদর্শণীতে মোট ৪০টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন জানান- খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। খামারীদের উন্নতজাতের গবাদীপশু ও পাখি পালনে আগ্রহী করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করা এবং বাজারজাতকরণ ব্যবস্থার লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।