স্টাফ রিপোর্টার, উজ্জ্বল সরকার, হোসেনপুর : হোসেনপুরে বসত ঘর থেকে ফারজানা আক্তার তৃশা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ধ‚লিহর গ্রামের মো. আকবরের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন ভোরে নিহতের মা মোছা. হালিমা ফজরের নামাজের জন্য ঘুম থেকে পাশের রুমে মেয়েকে ডাক দেন। মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের মাঝের পার্টিশনের ফাকঁ দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।