প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে।
আজ (২৩ মে) উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১ থেকে ৩ নং ওয়ার্ডের উপকারভোগীর লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এহছানুল হকের সভাপতিত্বে লাইফ ভেরিফিকেশন কার্যক্রম উদ্বোধন করেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম। এসময় ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন, জুয়েল মিয়া, কামরুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, একই ভাবে উপজেলার সকল ইউনিয়নে লাইফ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।
জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: এহছানুল হক বলেন, লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের ফলে মৃত ভাতাভোগী এবং পুণ: বিবাহ করেছেন এমন বিধবা ভাতাভোগী ব্যক্তি সনাক্ত করা যাবে। এতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ সঠিক ভাবে বিতরণ করা করা সম্ভব হবে।