স্টাফ রিপোর্টার, হোসেনপুর : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগান নিয়ে আইবিবিপিএলসি, হোসেনপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মস‚চি-২০২৪। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক এ ডি এম মুহিববুল্লাহ এবং সভাপতিত্ব করেন হোসেনপুর শাখার শাখা প্রধান মো. মুবীন‚ল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শাখার ম্যানেজার অপারেশন্স মো. ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মো. আব্দুল কাইয়‚ম।
প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, গাছ লাগানো একটি সদকায়ে জারিয়ার কাজ। কাজেই প্রত্যেকেই বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতি বছর বর্ষা মৌসুমে সারাদেশে একযোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনাম‚ল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় হোসেনপুর শাখায় ১৩৫০ জন সদস্য-সদস্যাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।