স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ) উজ্জ্বল কুমার সরকার : কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার যানজট নিরসন ও সু-শৃংখল সড়ক ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে হোসেনপুর পৌরসভা।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) ফরিদ-আল-সোহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। হোসেনপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুল্লাহ পিন্টুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন,
থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, উপজেলা জামায়াত আমির মো.আমিনুল হক, পৌর বিএনপি’র আহবায়ক একেএম শফিকুল হক, উপজেলা যুবদল সভাপতি সাফাতুল ইসলাম সম্রাট, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, ব্যবসায়ী অধ্যাপক খন্দকার মফিজুল হক মানিক প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন গাড়ির চালকগণ উপস্থিত ছিলেন।