প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে শীতের সবজির আমদানি বাড়ায় আগের থেকে কিছুটা কমেছে সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ থাকায় সবজির বাজারে দাম কিছুটা কম। তবে বেড়েছে আলু, পেঁয়াজের দাম।
রবিবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা যায়,কাঁচা সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও শুকনো সবজির দাম বেড়েছে।
ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৮০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, বাঁধাকপিও প্রতি পিস ৬০ টাকা। এ ছাড়াও লম্বা বেগুন প্রতি কেজি এক সপ্তাহ আগে ছিলো ১২০ টাকা বর্তমানে ৫০/৬০ টাকা, করোলা ১২০ থেকে ৮০ টাকা, বরবটি প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে শিম, গাজর আর টমেটো। গাজর প্রতি কেজি ১৮০ টাকা, শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, টমেটো ছিল ২০০ বর্তামানে ১৬০ টাকা।
এ ছাড়া চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, কচুর লতির কেজি ৮০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, গাজর ১৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, মুলা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। চড়া আলুর দামও, প্রতি কেজি আলু কিনতে হচ্ছে ৬৫/৭০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৬০ টাকা। বাড়তি দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের।
এদিকে শুল্ক কমানোর সুপারিশ করা হলেও কমেনি চালের দাম। ৫৪ টাকার নিচে মিলছে না মোটা চাল। সরু চালের কেজি ৭০ টাকার ওপরে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৯০/২০০ টাকা।
সচেতন মহল মনে করছেন দাম কিছুটা কমলেও এখনও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সবজির বাজার।