প্রতিনিধি হোসেনপুর ঃ ‘‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণের অংশ গ্রহণে পেনশন স্কিমের সুবিধার বিষয়ে মতবিনিময় করা হয়।
ইউএনও অনিন্দ্য মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় বয়সকালে সামাজিক নিরাপত্তা দিতে এ সর্বজনীন পেনশন স্কিম।
অবহিতকরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, ওসি তদন্ত মো. টুটুল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম নুরু মিয়া, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, জিনারী ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রুহিদ, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, পুমদি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম. আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো.খুরশিদ উদ্দিন, পৌর প্যানেল মেয়র নাজমুল হক লিমন প্রমুখ।
সর্বজনীন পেনশন স্কিম চার প্রকারের রয়েছে। এগুলো হল- প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা । সমতা স্কিমের মাধ্যমে দারিদ্রসীমার নিচে যাদের আয় সীমা বাৎসরিক আনুরধ ৬০ হাজার টাকা। স্বল্প আয়ের নাগরিকগণের জন্য এ স্কিম। সমতা স্কিমে মাসিক জমার পরিমাণ ১০০০ টাকা। যার মধ্যে জমাকারী ৫০০ টাকা এবং বাকি ৫০০ টাকা দিবে সরকার।