প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) উজ্জ্বল কুমরা সরকার : কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় হোসেনপুর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি টানা দুইবার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নিবার্চনে অংশগ্রহণ করে জয়ী হয়েছিলেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।