জাকির হোসেন, হোসেনপুর প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষে স্থায়ী কমিটির সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ সভার আয়োজন করে।
‘অর্থনৈতিক শুমারির তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহ পদ্ধতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান।
তিনি জানান, আগামী ডিসেম্বরে ১০-২৬ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাÐ সম্পন্ন খানা গণনায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১৭ জন সুপারভাইজার ও ৯০ জন তথ্য সংগ্রহকারী এ গণনায় অংশ গ্রহণ করবেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিমন বোস,
প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, মৎস অফিসার সারোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. মোফাজ্জল হক, উপজেলা আনসার বিডিপি’র প্রশিক্ষক মো. নুরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনজুমান ইসলাম প্রমুখ।