প্রতিনিধি, হোসেনপুর, জাকির হোসেন : হোসেনপুর পৌর এলাকা বর্তমানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। গতকাল রবিবার পৌর এলাকার ফলপট্টি, কাপড়পট্টি, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের আশপাশের অংশ, পোস্ট অফিস সংলগ্ন, বিডিবিএল ব্যাংক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিষ্টিপট্টি চৌরাস্তা এলাকায় ঘুরে দেখা যায়, এসব জনবহুল স্থানে ময়লার স্তুপ পরে রয়েছে।
এসব ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে মাছি ভনভন করছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী আতাউর রহমান, পথচারী মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী কামরুলসহ বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, গত ৩/৪ দিন যাবৎ পৌর এলাকার ময়লা নেওয়া হচ্ছে না।
২০০৬ সালের ৫ ফেব্রæয়ারী পৌরসভাটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এটি দ্বিতীয় শ্রেণির পৌরসভার স্বীকৃতি পেলেও অদ্যাবধি প্রতিদিনের ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো ভাগাড় তৈরি করা হয়নি। যে জন্য যত্রতত্র রাস্তার পাশে ময়লা ফেলে রাখা হয়। পৌর এলাকার অধিকাংশ এলাকায় যত্রতত্র ময়লা ফেলে রাখা হলে পরদিন সকালে একটি গার্বেজ পিকআপ দিয়ে ৪/৫ জন পরিচ্ছন্নতাকর্মী পুরাতন ব্রহ্মপুত্র নদে বেইলি ব্রীজ সংলগ্ন এলাকায় ময়লা ফেলে নদের পরিবেশ দ‚ষিত করা হচ্ছে।
হোসেনপুর পৌর সচিব হাবিব উল্লাহ বলেন, পৌর এলাকার ময়লা আগে একজনের ব্যক্তিগত জায়গায় ফেলা হতো। এখন তিনি সেখানে ময়লা ফেলতে না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান বলেন, বিষয়টি সমাধানের উপায় খোঁজা হচ্ছে।