হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব সংবাদ দাতা সাংবাদিক একেএম মোহাম্মদ আলীর মাতা মোসাম্মৎ ফিরোজা বেগম (৮১) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ২টায় (৩১ মে) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার ছোট ছেলে লন্ডন প্রবাসী আবু সুফিয়ানের সাথে পরামর্শ করে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান গড়বিশুদিয়ায় তার স্বামী প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন সরকারের কবরের পাশে সমাহিত করা হবে। উনার মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোকাহত।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন।