মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

৩৬ বছর শিক্ষকতা শেষে বিদায় নিলেন শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৭ Time View

প্রতিনিধি, গফরগাঁও : সুদীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা শেষে বিদায় নিলেন গফরগাঁও উপজেলা শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলী খান। অবসরজনিত বিদায়কে চিরস্মরণীয় করে রাখতে পুস্পসজ্জিত প্রাইভেটকারে করে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল হলরুমে শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে ‘বিদায়ী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ আকবর হোসাইনের পরিচালনায় সদ্য অবসরে যাওয়া শিক্ষক মোঃ লিয়াকত আলী খানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মানপত্র পাঠ করেন শিক্ষার্থী রাব্বি খান ও জেরিন নাহার। পরে বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, ফারজুল ইসলাম, আশরাফুল আলম, ২০২২ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাসুমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

অশ্রসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক মোঃ লিয়াকত আলী খান তার বক্তব্যে বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আজ আপনাদের ভালোবাসায়। আজকে আমাকে দেওয়া রাজকীয় এ সংবর্ধনায় প্রপ্ত সম্মান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসায় আমি ধন্য। এ সম্মান আজীবন মনে রাখবো। বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার মন আজীবন আপনাদের সেবক হয়েই থাকবে। অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষক লিয়াকত আলী খানকে নগদ দশ হাজার টাকা, ক্রেষ্ট, বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।

দুপুর আড়াইটায় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় পুস্পসজ্জিত প্রাইভেটকারে করে সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলী খান হাতে ফুলে তোড়া, সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের বাড়িতে ফিরে যান। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের শেষ কর্ম দিবসে বিদায় বেলায় চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও সকলের কাছ থেকে বিদায় নেন তিনি।

উল্লেখ্য, মোঃ লিয়াকত আলী খান ১৯৮৮ সালের ১৫ অক্টোবর ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তিনি চলতি বছরের ১৬ মে দীর্ঘ প্রায় ৩৬ বছর শিক্ষকতা শেষে অবসরে যান।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty