স্টাফ রিপোর্টার : ‘হরিজনসহ নিপীড়িত জাতি-গোষ্ঠি ও জনগণ এক হও’ ব্যানারে হরিজন পল্লীবাসী কিশোরগঞ্জ শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কালীবাড়ী মোড়ে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বংশালের মিরনজিল্লা হরিজন পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক অন্যায় ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।
মানববন্ধনে শতশত বছর ধরে বসবাসকারী হরিজনদেকে তাদের বসবাসকৃত ভ’মিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণের দাবি জানানো হয়। প্রতি হরিজন পরিবার থেকে অন্তত একজনকে ঢাকা সহ সকল সিটি করপোরেশন ও পৌরসভাতে চাকুরি প্রদানসহ সকল হরিজনদের চাকুরি নিশ্চয়তা প্রদানের দাবিও করা হয়।