প্রতিনিধি, হোসেনপুর : হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। হোসেনপুর পোস্ট অফিস রোডস্থ নিজ বাসায় গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা লোকজনের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। আগত স্থানীয় এলাকাবাসী নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়েছে শুভেচ্ছা জানান।
গত বুধবার (৮ মে) সন্ধ্যার দিকে অধিকাংশ কেন্দ্রে বিজয়ী হওয়ার খবর পাওয়ার পর থেকেই সমর্থকরা ফুল নিয়ে তার বাসা ও প্রধান নিবাচন পরিচালনা কেন্দ্রের সামনে ভিড় করেন। পরদিন সর্বস্তরের এলাকাবাসী দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করেন। এভাবেই গত তিন দিন ধরে চলছে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর সময়। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা জানাতে আসছেন।