প্রতিনিধি অষ্টগ্রাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা পরিষদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন তিনজন প্রার্থী। এদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য। বিএনপি, জাতীয় পার্টি কিংবা অন্য কোন রাজনৈতিক দল থেকে এ নির্বাচনে কোন প্রার্থী অংশগ্রহণ করেননি।
সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস তার বিগত দশ বছরের উন্নয়ন ও স্বচ্ছতাকে পুঁজি করে কাপ পিরিচ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই অন্য দু’জন প্রার্থীও। ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.এফ. মাসুক নাজিম ও আনারস প্রতীক নিয়ে মনিরুজ্জামান লিটন ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন। এদের মধ্যে এ. এফ. মাসুক নাজিম প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে নির্বাচনের সময় দ্রæত ঘনিয়ে এলেও দলীয় প্রতীক ও বিরোধী দলীয় কোন প্রার্থী না থাকায় সাধারণ ভোটারদের মাঝে এ নির্বাচনে তেমন কোন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা। কিন্তু থেমে নেই প্রার্থীরা। তাঁরা ভোটারদের মন জোগাতে প্রতিটি ইউনিয়নে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিশ্রæতিও দিচ্ছেন।
শনিবার (১১ মে) সকালে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস জনসংযোগ করেন বাঙ্গালপাড়া ইউনিয়নের কুড়েরপার গ্রামে। একই দিন বিকেলে খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে পথসভা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. এফ. মাসুক নাজিম। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এ নির্বাচনে এ দু’জনের মধ্যেই হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। তারা জানান, যে প্রার্থী নির্বাচিত হলে উপজেলার সাধারণ জনগণ ভাল থাকবে, সুখে থাকবে, এলাকার উন্নয়ন হবে তাকেই তারা নির্বাচিত করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. এফ. মাসুক নাজিম মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, জনগণ পরিবর্তনের পক্ষে। আমি উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ।
দু’বারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস এ প্রতিনিধিকে জানান, আমার দলের সকল নেতা কর্মী ও সাধারণ মানুষই আমার শক্তি। আমি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন, মাদক, জঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আবারও নির্বাচনে এসেছি। বিগত সময়ে আমি আমার উপজেলার উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রেখেছি। আমার বিশ^াস উপজেলার সাধারণ মানুষ এবারও আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।