প্রতিনিধি তাড়াইল : তাড়াইলে এবারের এসএসসি পরীক্ষায় মোট ২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার মোট ৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করেন। তন্মধ্যে সর্বোচ্চ ১০ জন জিপিএ-৫ পেয়েছে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে।
তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় হয়েছে পুরুড়া উচ্চ বিদ্যালয়। সেখান থেকে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। জাওয়ার উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, দিগদাইড় মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও উমেদ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
গতকাল প্রকাশিত ফলাফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ নজরদারি এবং অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিতে পারায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।