স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে কমিউনিটি বেইজড গালর্স ক্লাবের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের জেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে আন্তর্জাতিক দাতা সংস্থা মালালা ফান্ডের অর্থায়নে কো-অর্ডিনেশন মিটিংএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আবুল কাসেম। অনুষ্ঠানের শুরুতে বিষয় ভিত্তিক স্বাগত বক্তব্য রাখেন উই ডু প্রকল্পের প্রজেক্ট অফিসার লিমা আক্তার। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ফ্যাসিলি টাইসের গার্লস এমপাওয়ারমেন্ট থ্রু ডেভেলপিং কমিউনিিিট বেইজড অরর্গানাইজেশনের আওতায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও নিকলী উপজেলায় ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসায় কিশোরীদের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। একই সাথে বেসরকারি এই সংস্থাটি জেলায় শিক্ষার মান উন্নয়নে ঝড়েপড়া শিক্ষার্থীরোধ, বাল্যবিবাহবন্ধ সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।