প্রতিনিধি কটিয়াদী ঃ কটিয়াদীতে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন। উপজেলায় এসএসসি পর্যায়ে ১৪৯, এসএসসি (ভোকেশনাল) ৫ ও মাদ্রাসায় ৬ জন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফলে এবারে ৮০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলার শীর্ষস্থান লাভ করেছে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়।
উপজেলায় ২০টি প্রতিষ্ঠানের মাঝে ১৬০ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানগুলি হচ্ছে- কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়-৮০, মসূয়া উচ্চ বিদ্যালয়-২০, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-৭, হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয়-৮, কায়েস্থপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়-৮, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়-৬, বৈরাগীচর উচ্চ বিদ্যালয়-৫, হযরত মিয়া চানশাহ উচ্চ বিদ্যালয়-৪, লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়-২, বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ-২, হাজেরা সুলতানা উচ্চ বিদ্যালয়-২, হাজী শামসুউদ্দিন উচ্চ বিদ্যালয়-১, চরআলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়-১, রইস মাহমুদ উচ্চ বিদ্যালয়-১, বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়-১, আচমিতা জর্জ ইন্সিটিটিউশান-১ জন।
এসএসসি (ভোকেশনাল)-মুন্সী আ.হেকিম কারিগরি কলেজ-৩, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-১ও হাজেরা সুলতানা উচ্চ বিদ্যালয়-১ জন।
দাখিলে সহশ্রাম ধুলদিয়া ছাইমুন্নেছা আলিম মাদ্রাসা-৪, গাউছিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসা-১, মসূয়া দাখিল মাদ্রাসা-১ জন জিপিএ-৫ পেয়েছে।