শামসুল আলম শাহীন : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গতকাল রবিবার প্রকাশ করা হয়েছে। জেলায় ফলাফলের দিক দিয়ে সেরা ১০ স্কুলের পাঁচটি সদরে অবস্থিত। পরীক্ষার্থীর তুলনায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কিশোরগঞ্জ সদরের সরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
কিশোরগঞ্জ জেলায় সেরা ১০ স্কুলের ফলাফলের মধ্যে ২০৬ জন জিপিএ-৫ পেয়ে প্রথম অবস্থানে রয়েছে সরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাশের হার শতভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন, পাশের হার ৯৯.৫%।
তৃতীয় অবস্থানে রয়েছে বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন, পাশের হার ৯৯.৫%।
চতুর্থ অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন, পাশের হার ৯৩%।
পঞ্চম অবস্থানে রয়েছে পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন, পাশের হার ৯৫.২%।
৬ষ্ঠ অবস্থানে রয়েছে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৮০ জন, পাশের হার ৯২%।
সপ্তম অবস্থানে রয়েছে হোসেনপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন, পাশের হার ৮৫%।
৮ম অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৫০ জন, পাশের হার ৮৯%।
৯ম অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ আইডিয়াল স্কুল, জিপিএ-৫ পেয়েছে ৪৬,পাশের হার ৯৪.৫% এবং
দশম অবস্থানে রয়েছে পাকুন্দিয়া আছিয়া বাড়ি আইডিয়াল স্কুল, জিপিএ-৫ পেয়েছে ৪৫,পাশের হার শতভাগ।
কিশোরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে এ বছর কিশোরগঞ্জ জেলা থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৪৪৬ টি প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ৬৬৮ জন।
পাশ করেছে ২৯ হাজার ৯২১ জন, জিপিএ-৫ এর সংখ্যা ১ হাজার ৯৩৬ জন। অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৭৬৫ জন, শতকরা পাশের হার ৭৭.৩৪ শতাংশ।
অন্যদিকে জেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরোটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়। ৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯ জনেই অকৃতকার্য হয়েছেন।