স্টাফ রিপোর্টার : ‘দৈনিক আলোকিত সকাল’-এর নিকলী উপজেলা প্রতিনিধি সৈয়দ হোসেন আর নেই। তিনি আজ (সোমবার) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া …রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি ফুসফুসে সংক্রমণজনিত কারণে অসুস্থ হয়ে গত ১ মে নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাকে ঐদিনই শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পর দিন (২ মে) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সৈয়দ হোসেন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি পুকুরপাড় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ‘নিকলী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন’ গড়ে তোলেন এবং তিনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি কণ্ঠশিল্পী হিসেবও এলাকায় সুপরিচিত ছিলেন। গান লিখতেন ও গানে সুর দিতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিকলীতে শোকের ছায়া নেমে আসে।