প্রতিনিধি, তাড়াইল : আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী গতকাল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এসব প্রতীক বরাদ্দ করা হয়।
এখন থেকে প্রচারণায় নামতে পারবেন এই উপজেলার প্রার্থীরা। এ সময় তাড়াইল উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন হলেন, গিয়াস উদ্দিন লাকী (মোটর সাইকেল) প্রতীক, জহিরুল ইসলাম শাহীন (লাঙ্গল) প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে ছয়জন হলেন, নাজমুল হক আকন্দ (টিউবওয়েল), আবুল কাশেম খান (চশমা), শামরুজ জামান শামরুজ (মাইক), শাহ আলম সিদ্দীকি (তালা), গোলাপ মিয়া (উড়োজাহাজ), দেলোয়ার হোসেন আলু (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন হলেন, নার্গিস সুলতানা (সেলাই মেশিন), বিলকিস রহমান (কলস), খাদিজা আকতার আশা (হাঁস), বেগম আকতার (বৈদ্যুতিক পাখা), খাদিজা আকতার লাকী (ফুটবল), আইতুন্নেছা (প্রজাপতি), হোসনে আরা (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করবেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে তাড়াইল উপজেলায় ১ লক্ষ ৪৬ হাজার ৯’শ ৭৭ জন ভোটর। এর মধ্যে ৭৫ হাজার ৯শ’ ৬৩ জন পুরুষ ভোটার ও ৭১ হাজার ১২ জন মহিলা ভোটার ৫৬টি ভোট কেন্দ্রে ৪’শ ৩টি কক্ষে ভোট প্রদান করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।