চান্দি গরম
সুবীর বসাক
রোদে পুইড়া চান্দি গরম
গরম যে হয় তাল্লু
ফিরিজ খুইলা বরফ পানি
মাথায় আমার ঢাল্লু।
জান্লা দিয়া দেইখা ফেলাইন
পাশের বাড়ির খাল্লু
মুচকি হাইসা কন যে উনি
বেডায় আমার চাল্লু।
ঘরে ফিরাও শান্তি না পাই
কারেন্ট গ্যাছে চইলা
কহন আহে কহন যে যায়
যায় না কিছু বইলা।
হাতের পাঙ্খায় কাম হয় না
শরীলডা যায় জ্বইলা
সুরুজ তুমি কও তো এত্ত
গরম কেন হইলা।