প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বিকেলে শেষ হয়েছে। গত বুধবার (১৫ মে) সরকারি কলেজে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা (পিপিএম বার), রুবেল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কিশোরগঞ্জ, মোঃ মোরশেদ আলম জেলা নির্বাচন অফিসার কিশোরগঞ্জ সহ আরো অনেকে। এছাড়াও কটিয়াদী উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন।