বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, কমিউনিস্ট পার্টির উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট মার্কসবাদী তাত্তি¡ক লেখক, উপ-মহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, সমাজতান্ত্রিক জননেতা হায়দার আকবর খান রনো স্মরণে গত শনিবার (১৮ মে) বিকেল ৫টায় পার্টির জেলা কার্যালয় ঐতিহাসিক রঙমহল চত্বরে অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের শ্রমিক নেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড সিরাজুল ইসলাম ছাত্তার। সভা পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক রনজিত সরকার। শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা সভাপতি কমরেড আঃ রহমান রুমী।
সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন- সিপিবি’র সাবেক সভাপতি তুখোর ছাত্রনেতা কমরেড সৈয়দ নজরুল, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বিএমসি, ছড়াকার শাহজাহান কবীর, শ্রমিক ইউনিয়ন নেতা খায়রুল ইসলাম, শ্রমিক নেতা শেখ দ্বিন ইসলাম, বৌলাই শাখার সম্পাদক মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা হাবিবুর রহমান হীরা সহ পার্টির নেতৃবৃন্দ।
সকল বক্তা প্রয়াত নেতার জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং তার দেখানো পথে কমরেডদের ঐক্যবদ্ধভাবে হাঁটার আহŸান জানান। শোক সভায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন নেতারা বক্তব্য রাখেন।